প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, January 16, 2013

“সত্যান্বেষী”





“সত্যান্বেষী”


যে গোয়েন্দা রহস্যকে লাশকাটা ঘরে
ছিঁড়ে ফেলে তুলে আনে
সর্বজনগ্রাহ্য সামাধান
সে আসলে নিজেই ভিলেন ...
সে নিজেই রহস্যের স্বরূপ জানেনা –

ঐ দেখো টলষ্টয় একা
 রহস্য-জটিল পথে হেঁটে যান আর
আন্না’র টুকরো লাশ গোয়েন্দার তরে
পরে থাকে রেলপথে একা –

ঘুম ঘর