প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, January 23, 2013

‘মেঘে ঢাকা তারা’






‘মেঘে ঢাকা তারা’


সেই ভালো, এভাবে কাঁদিও –
‘মেঘে ঢাকা তারা’য়, ‘তিতাস ...’ এ ...
এভাবে জানিয়ে যেয়ো – বেঁচে আছি –
 – বেঁচে আছি তোমারি চক্রান্ত গুলি প্রতিহত করে –

কুরুক্ষেত্র যুদ্ধমাঠে স্বঘোষিত ভাঁড় হয়ে
বিশ্বরূপ দেখাতে এসোনা –
ঋত্বিক ঘটক হয়ে মাঝে মাঝে দেখা দিয়ো
‘মেঘে ঢাকা তারা’টির পাশে ...

ঘুম ঘর