প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, January 23, 2013

‘মেঘে ঢাকা তারা’






‘মেঘে ঢাকা তারা’


সেই ভালো, এভাবে কাঁদিও –
‘মেঘে ঢাকা তারা’য়, ‘তিতাস ...’ এ ...
এভাবে জানিয়ে যেয়ো – বেঁচে আছি –
 – বেঁচে আছি তোমারি চক্রান্ত গুলি প্রতিহত করে –

কুরুক্ষেত্র যুদ্ধমাঠে স্বঘোষিত ভাঁড় হয়ে
বিশ্বরূপ দেখাতে এসোনা –
ঋত্বিক ঘটক হয়ে মাঝে মাঝে দেখা দিয়ো
‘মেঘে ঢাকা তারা’টির পাশে ...

ঘুম ঘর