প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, January 23, 2013

প্রিয়, তোমার গাছের নীচে





প্রিয়, তোমার গাছের নীচে

প্রিয়, তোমার গাছের নীচে
বিষাদ-বকুল ছড়িয়ে আছে
অবহেলায় –

কুড়াই না ফুল, দেখতে থাকি –
দেখতে দেখতে, প্রিয়, আমার
দিবস ফুরায় –

দেখতে দেখতে,প্রিয়, আমার
রাত্রি নামে, মধ্যযামে
ঘুম ভেঙ্গে যায় –

প্রিয়, তোমার গাছের নীচে
তাকিয়ে দেখি আরেক আমি
বকুল কুড়ায়।।

ঘুম ঘর