প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, January 23, 2013

পথিপার্শ্বে...




পথিপার্শ্বে...


পথ নিজে জানে না’কি কি তার ঠিকানা?
পথিক শ্রান্তি জানে, জানে বৃক্ষ, সীমা ও বিস্তার –

পথের প্রান্তে ফাঁদ
না’কি আছে আকাঙ্ক্ষিত নদীর মোহনা –
এই প্রশ্নে ভয়, ভীতি, মানচিত্র খুলে খুলে দেখা ...
প্রতি বাঁকে তাই এতো দ্বিধা ও বিভ্রম
শিলালিপি হয়ে ভাসে পথিপার্শ্বে, জলে –

প্রতি বাঁকে পথ তবু নিজেই বিস্মিত
কেননা সে নিজে তার ঠিকানা জানেনা।।

ঘুম ঘর