দেশ রাগে রবি
আমি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষিত শ্রোতা
নই। মুগ্ধ শ্রোতা মাত্র। ঐ মহাসমুদ্রের দিকে আমার যাত্রার মর্মেও আছেন প্রথমতঃ
রবীন্দ্রনাথ। তারপরেই হিন্দি ছায়াছবির গান। সব শেষে গজল। সুবিনয় রায়ের কন্ঠে শ্রুত
ধ্রুপদাঙ্গের রবীন্দ্রগানের হাত ধরেই ক্রমে ঢুকে পরেছিলাম ঐ মহারণ্যে। পরে, ক্রমে,
“বৈজু বাওড়া” থেকে “আলাপ” –বড়ে গুলাম আলি থেকে মেহেদী হাসান হয়ে – ওস্তাদজীদের –
আমীর, ভীমসেন...এর সুরের ছায়ায় আমার অশিক্ষিত পদচারনা।
ঐ অশিক্ষিত চলার এলোমেলো পথে একেকটি প্রিয় গানের
রাগ-ঠাটের সন্ধানে মাঝে মাঝে হাত্ড়াই বই,ইন্টারনেট, গায়ক-গায়িকা বন্ধুদের দরজা।
সেভাবেই আজ, মূলতঃ ‘এসো শ্যামলসুন্দর” গানের উৎস সন্ধানে এসে পরলাম ‘দেশ’ রাগের
ছায়ায়। এসে নির্বাক হয়ে গেলাম দেশ রাগের উপর ভিত্তিকৃত রবীন্দ্রগানের তালিকাটির
কিছুদূর দেখেই। ব্যাকরণ মতে দেখলাম The raga is to be sung during the second quarter of the night
(ratri duitiya prahar). কিন্তু একে ভিত্তি করে যে সব রবীন্দ্রগান তাদের
কথা ও ভাবের বৈচিত্র যে কি বিরাট তা ঐ রাগের ভিত্তিতে করা “আমি জেনে শুনে বিষ করেছি পান” এর পাশাপাশি “জাগ’ জাগ’রে জাগ সঙ্গীত” বা “কোথা
হতে বাজে প্রেম বেদনা রে” কে দাঁড় করালেই টের পাওয়া যায়।
গানের তালিকা থেকে এ’ও দেখা যায়, যে, রবীন্দ্রনাথ তাঁর জীবনের নানা
পর্য্যায়ে ফিরে ফিরে এসেছেন এই রাগের কাছে ...
[ এই তালিকাটি ‘দেশ’রাগের উপরে রবীন্দ্রগানের
সম্পূর্ণ তালিকা অবশ্যই নয়।]
গগনের থালে রবি চন্দ্র – রচনাকাল ১৮৭৩
তোমারি তরে মা সঁপিনু – রচনাকাল ১৮৭৭
তারে দেখাতে পারিনে কেন প্রাণ – রচনাকাল ১৮৮৩
অনিমেষ আঁখি সেই কে – রচনাকাল ১৮৮৪
তুমি ছেড়ে ছিলে – রচনাকাল ১৮৮৫
আমি জেনে শুনে বিষ – রচনাকাল ১৮৮৮
এমন দিনে তারে বলাযায় – রচনাকাল ১৮৮৯
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি – রচনাকাল ১৮৯৫
সে আসে ধীরে – রচনাকাল ১৮৯৫
আমার এ ঘরে আপনার করে – রচনাকাল ১৯০১
এ ভারতে রাখো নিত্য – রচনাকাল ১৯০৩
গরব মোর হরেছ প্রভু – রচনাকাল ১৯০৪
আমার যে সব দিতে হবে – রচনাকাল ১৯১৪
এই লভিনু সঙ্গ তব – রচনাকাল ১৯১৪
এবার ত যৌবনের কাছে – রচনাকাল ১৯১৫
এবার উজাড় করে লও হে আমার – রচনাকাল ১৯১৫
আজ তালের বনের করতালি কিসের
তালে – রচনাকাল ১৯২২
অনেক কথা বলেছিলেম – রচনাকাল ১৯২২
এই শ্রাবণবেলা বাদলঝরা – রচনাকাল ১৯২৩
গহন রাতে শ্রাবণধারা – রচনাকাল ১৯২৫
আর রেখোনা আঁধারে – রচনাকাল ১৯২৬
এসো আমার ঘরে এসো – রচনাকাল ১৯২৬
অনেক দিনের আমার যে গান – রচনাকাল ১৯৩০
এবার বুঝি ভোলার বেলা – রচনাকাল ১৯৩০
এসো শ্যামলসুন্দর – রচনাকাল ১৯৩৭
হে বিদেশী এসো এসো – রচনাকাল ১৯৩৯
হায় কে দিবে আর সান্তনা – রচনাকাল ১৮৮৬
জাগ’ জাগ’রে জাগ সঙ্গীত – রচনাকাল ১৯০৯
যেদিন সকল মুকুল
ঝড়ে যায় উড়ে যায় গো – রচনাকাল ১৯১৮
কাঁদালে তুমি মোরে -রচনাকাল ১৯২৯
কাঁপিছে দেহলতা – রচনাকাল ১৯১৭
কোথা হতে বাজে প্রেমবেদনা রে – রচনাকাল ১৯০৯
কোথায় আলো কোথায় ওরে আলো – রচনাকাল ১৯০৯
তাই তোমার আনন্দ আমার ‘পর – রচনাকাল ১৯১০
ওগো সুন্দর, একদা কিজানি কোন পুণ্যের ফলে –
রচনাকাল ১৯২৬
তপের তাপের বাঁধন কাটুক – রচনাকাল ১৯২৭
বন্দেমাতরম্
কৃতজ্ঞতাঃ http://www.geetabitan.com/raag/hindustani-raags/desh.html