প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, September 16, 2013

যে কাহিনী প্রশ্নাতীত -





যে কাহিনী প্রশ্নাতীত -

প্রশ্ন যার প্রজ্জলিত গহনে সতত
একদিন পায় সে উত্তরও
হয়তোবা নিদ্রাহীন বহুরাত্রি যায়
প্রশ্নগুলি তারায় তারায়
পরিক্রমা শেষে ফিরে এসে
বসে তার কাঁধে ডানা মুড়ে ...
শান্ত হয় আকাশ, বন্দর -
ধীরে ধীরে কোলাহল থামে
ষ্পষ্ট হয় সমূহ উওর –

সে উত্তরে শান্তি না’কি
আছে কোনো গুহ্য বিষফল?
এ কাহিনী প্রশ্নাতীত -
যেন স্বাতী তারকার জল ...

ঘুম ঘর