একটি চিতা...
একটি চিতা জ্বলছে
দূরে
একটি চিতা কাছে
নীল অতলের অন্তঃপুরে
কে ওই চেয়ে আছে?
একটি চিতা জ্বলছে
দূরে
একটি চিতা কাছে
একলা পথিক চল্লো
দূরে
অন্যে চেয়ে আছে
একটি চিতা জ্বলছে
দূরে
একটি চিতা কাছে
একজন যায় অন্য সবাই
তবুও জানি বাঁচে
বাঁচতে বাঁচতে হঠাৎ
রাতে –
কিংবা সন্ধ্যা বেলা
স্মৃতির জলে হাত্ড়ে
বেড়ায়
হারিয়ে যাওয়া ভেলা
ভেলা তখন নীল অতলের
তারার ঘাটে লাগে
দূরের থেকে মুখের
পানে
নিঝুম চেয়ে থাকে।।
[ গনেশ দে’কে শেষ প্রণাম...]