প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, October 23, 2013

শব্দই আমার গৃহ ...





শব্দই আমার গৃহ ...
‘লঙ্গাই’ আমার দেশ। -এই তিন নৈশ শব্দ
চাঁদের অপর পিঠ যেন।
ধূলিঝড়ে মুছে গেলে এই শব্দরেখা
রাত্রি-পৃথিবী-পথে পলাতক আমি – পদাতিক।

শব্দই আমার গৃহ, হাওয়ারা শ্মশান।

ঘুম ঘর