প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, October 23, 2013

শব্দই আমার গৃহ ...





শব্দই আমার গৃহ ...
‘লঙ্গাই’ আমার দেশ। -এই তিন নৈশ শব্দ
চাঁদের অপর পিঠ যেন।
ধূলিঝড়ে মুছে গেলে এই শব্দরেখা
রাত্রি-পৃথিবী-পথে পলাতক আমি – পদাতিক।

শব্দই আমার গৃহ, হাওয়ারা শ্মশান।

ঘুম ঘর