প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, November 12, 2013

ভগ্ন গুদামঘর






ভগ্ন গুদামঘর
চিলেকোঠা ছিলনা কোনো কালে
যা আছে – এক ভগ্ন গুদামঘর -
চিঠির পাতা বাতাস দিলে ওড়ে
বাতাস, সে কি বিস্মৃতি-নির্ভর?

ছিলনা চাঁদ মালঞ্চে, সুন্দরী,
মেঘে মেঘেই যাচ্ছিল রাত পুড়ে -
বর্শা হাতে শিকার খুঁজেছিল
‘মদনসখা’ – তবুও – ঝোপেঝাড়ে –

যদিও তেমন ছিলনা প্রস্তুতি
ঝাঁপিয়েছিলে তবু চিতার মতো –
আমিও সুখে শিউরে উঠেছিলাম
স্পর্শ করে তোমার নখের ক্ষত ...

চিলেকোঠা ছিলনা কোনো কালে
যা আছে – এক ভগ্ন গুদামঘর
চিঠির পাতা বাতাস দিলে ওড়ে
সকল ক্ষতই বিস্মৃতি-নির্ভর?

ঘুম ঘর