প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, November 12, 2013

ভগ্ন গুদামঘর






ভগ্ন গুদামঘর
চিলেকোঠা ছিলনা কোনো কালে
যা আছে – এক ভগ্ন গুদামঘর -
চিঠির পাতা বাতাস দিলে ওড়ে
বাতাস, সে কি বিস্মৃতি-নির্ভর?

ছিলনা চাঁদ মালঞ্চে, সুন্দরী,
মেঘে মেঘেই যাচ্ছিল রাত পুড়ে -
বর্শা হাতে শিকার খুঁজেছিল
‘মদনসখা’ – তবুও – ঝোপেঝাড়ে –

যদিও তেমন ছিলনা প্রস্তুতি
ঝাঁপিয়েছিলে তবু চিতার মতো –
আমিও সুখে শিউরে উঠেছিলাম
স্পর্শ করে তোমার নখের ক্ষত ...

চিলেকোঠা ছিলনা কোনো কালে
যা আছে – এক ভগ্ন গুদামঘর
চিঠির পাতা বাতাস দিলে ওড়ে
সকল ক্ষতই বিস্মৃতি-নির্ভর?

ঘুম ঘর