প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, November 18, 2013

বৃষ্টি এসেছিল





বৃষ্টি এসেছিল


বৃষ্টি এসেছিল
     চিহ্ন রেখে গেছে
          ভিজিয়ে খোলা খাতা
                        হারানো গান

পুকুর পার হয়ে
       নিঝুম যেতে যেতে
              ছুঁয়েছে ভাঙ্গা ঘাট
                     শেষ সোপান


ভিজেছে ঝরাপাতা
           এবং স্মৃতি গুলি
                 ছিন্ন নাভিমূলও
                       সারাটি রাত –

তুমি কি হেঁটে গেছো
              বৃষ্টিরেখা ধরে
                     যেখানে পথ মানে
                       ঘুম-প্রপাত?

ঘুম ঘর