প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, November 24, 2013

সকলেই যদিও কৌরব







সকলেই যদিও কৌরব


আমাদের ভুল গুলি
শেষ দৃশ্যে আমাদের
নিবিড় নির্মাতা...
রণক্ষেত্রে সকলেই যদিও কৌরব,
তবু কেউ দুর্যোধন, ভীষ্ম কেউ,
কেউ কেউ ধৃতরাষ্ট্র, দিনকানা-পিতা ...

নিহিত ভুলেরি মূল্যে
অদ্যাবধি জীবিত লীয়ার –
অজাতশত্রুর ভুলে
স্মরণীয় রাজা বিম্বিসার...

কোন্‌ ভষ্মস্তূপতলে
      ঠিকানা নিহিত আজো
               ভুলের
                        আমার? ...

ঘুম ঘর