প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, November 24, 2013

সকলেই যদিও কৌরব







সকলেই যদিও কৌরব


আমাদের ভুল গুলি
শেষ দৃশ্যে আমাদের
নিবিড় নির্মাতা...
রণক্ষেত্রে সকলেই যদিও কৌরব,
তবু কেউ দুর্যোধন, ভীষ্ম কেউ,
কেউ কেউ ধৃতরাষ্ট্র, দিনকানা-পিতা ...

নিহিত ভুলেরি মূল্যে
অদ্যাবধি জীবিত লীয়ার –
অজাতশত্রুর ভুলে
স্মরণীয় রাজা বিম্বিসার...

কোন্‌ ভষ্মস্তূপতলে
      ঠিকানা নিহিত আজো
               ভুলের
                        আমার? ...

ঘুম ঘর