প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, November 9, 2013

“কীং লীয়ার”এর ছায়ায়






“কীং লীয়ার”এর ছায়ায়

১।

“The weight of this sad time we must obey;
Speak what we feel, not what we ought to say.
The oldest hath borne most: we that are young
Shall never see so much, nor live so long.”  Edgar,
‘King Lear’, William Shakespeare

ব্রাত্য এ সময়ের রীতি আমাদেরো মেনে নিতে হবে
ঔচিত্য-ভাষণ নয়, শুধু সেই কথাগুলি যারা অনুভবে
ভিড় করে- বলে যাব চলে – ততোদূর হবোনা প্রবীণ
যতোটা প্রবীণ হলে দেখা যায় পৃথিবীর ঘাম, রক্ত, ঋণ।।

ঘুম ঘর