প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, November 9, 2013

“কীং লীয়ার”এর ছায়ায়






“কীং লীয়ার”এর ছায়ায়

১।

“The weight of this sad time we must obey;
Speak what we feel, not what we ought to say.
The oldest hath borne most: we that are young
Shall never see so much, nor live so long.”  Edgar,
‘King Lear’, William Shakespeare

ব্রাত্য এ সময়ের রীতি আমাদেরো মেনে নিতে হবে
ঔচিত্য-ভাষণ নয়, শুধু সেই কথাগুলি যারা অনুভবে
ভিড় করে- বলে যাব চলে – ততোদূর হবোনা প্রবীণ
যতোটা প্রবীণ হলে দেখা যায় পৃথিবীর ঘাম, রক্ত, ঋণ।।

ঘুম ঘর