প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, December 30, 2013

সাইন্স ফিক্‌শন্‌






সাইন্স ফিক্‌শন্‌


একদিন সে’ই ছিল এ গ্রহের আদি অধীশ্বর।
ঢলেপড়া রৌদ্রে তার মহাবলী ছায়া
নীলনদে ভেসে গেছে আমাজন অরণ্য পেরিয়ে।

অপর আরেক গ্রহে
কিছু দিন, মাস, ঋতু, শতক কাটিয়ে
এই গ্রহে ফিরে এসে পুনরায় দেখি তাকে –
সুখে আছে।
সুখে আছে নদীতীরে শান্ত ঘর বেঁধে।
তাকে ঘিরে ধূ ধূ মাঠ –
ঢেকে গেছে লাঙ্গলের সবুজ পৌরুষে।

যদি বাদ দেওয়া যায় যুদ্ধ ও বাণিজ্যলীন
আরো কিছু শতক-কাহিনী,
তবে তাকে দেখা যাবে
বারান্দায়, আলবোলা হাতে।
মাঠ নেই, সবুজ পৌরুষ নেই, তবু
সামনে উঠান আর কিনারে সাজানো এক বাগান রয়েছে ...
রয়েছে মর্মর মূর্তি
উর্বশীর স্মৃতি হয়ে
মোরাম বিছানো লাল পথের কিনারে।

আজ
আরো কিছু শতকের কিছু
দুরারোগ্য প্রগতির শেষে
তাকে দেখি –
নিজেকে সে কেটে ছেঁটে কি সহজে পোষ মানিয়েছে
তিন কোঠা জোড়া তার
তেতলায়, ফ্ল্যাটে, ক্যাম্প্‌-খাটে –

যদি এই গ্রহে আমি ঘুরে আসি আজ থেকে দু শতক পরে
আরো কতো কেটে ছেঁটে নিজেকে সে  কতো ‘ছোটো’ করে
বাসা নেবে আরো কতো ‘ছোটোতর’ ঘরে? ...

ঘুম ঘর