প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, May 14, 2014

জীবনের দুপুরের পথে

জীবনের দুপুরের পথে

 


জীবনের মানে নেই -

                     জীবনের মানে ' 

 

জীবনের দুপুরের পথে

চলে চলে

পিচ্হেন গলে গলে গলে

ছায়াগাছহেন কোনো ঝুপড়ি দোকানে

মাথা পেতে দাঁড়াতেই

দেবশিশুজয়ী হাসি বালকের মুখে -

-" শুধু বিস্কুট্না',

পাউরুটিগুলো বাসি..."

 

- এইমতো কিছু ছবি

আর কিছু মুহুর্তেরা ছাড়া

জীবনের আর টুকরো মানে

রয়ে গেছে শুধুমাত্র

রবি বাউলের সুরে

গানে গানে।

 

০৫/১৪/২০১৪ ০৮/১১/২০২০

ঘুম ঘর