প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, March 4, 2015

নিরাকার আকাশ, নীলিমা






নিরাকার আকাশ, নীলিমা

পাখিগুলি ওড়া শেখে
ব্যালকনীর রেলিঙ্গে ও টবে।
শিশুপাখা হাওয়ার দাপটে
হেরেযায়, নেমে আসে, তবু ভাবে – কবে
ছুঁয়েদেবে নীল ওই আকাশ-দ্রাঘিমা …
দিনে দিনে বৃহত্তর হয়
পাখাদের সাহসের সীমা …

যেহেতু “মানুষ” তাই ওড়া শিখবার মতো
বরাত হয়নি তবে
দেওয়াল, বিছানা আর মা’র হাঁটু ধরে
দুইপায়ে সেইকবে হাঁটতে শিখেছি …
সেইথেকে হেঁটে হেঁটে
পতন ও উত্থানসহ এতাবৎ এসে
জেনেছি পাখিরি জন্য পথচায় আকাশ-দ্রাঘিমা –
মানুষ নিকটে গেলে আরো দূরে চলেযায়
নিরাকার আকাশ, নীলিমা ...

ঘুম ঘর