প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, March 4, 2015

নিরাকার আকাশ, নীলিমা






নিরাকার আকাশ, নীলিমা

পাখিগুলি ওড়া শেখে
ব্যালকনীর রেলিঙ্গে ও টবে।
শিশুপাখা হাওয়ার দাপটে
হেরেযায়, নেমে আসে, তবু ভাবে – কবে
ছুঁয়েদেবে নীল ওই আকাশ-দ্রাঘিমা …
দিনে দিনে বৃহত্তর হয়
পাখাদের সাহসের সীমা …

যেহেতু “মানুষ” তাই ওড়া শিখবার মতো
বরাত হয়নি তবে
দেওয়াল, বিছানা আর মা’র হাঁটু ধরে
দুইপায়ে সেইকবে হাঁটতে শিখেছি …
সেইথেকে হেঁটে হেঁটে
পতন ও উত্থানসহ এতাবৎ এসে
জেনেছি পাখিরি জন্য পথচায় আকাশ-দ্রাঘিমা –
মানুষ নিকটে গেলে আরো দূরে চলেযায়
নিরাকার আকাশ, নীলিমা ...

ঘুম ঘর