প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, July 5, 2015

শ্মশানবন্ধুর জন্যে





শ্মশানবন্ধুর জন্যে


যৎসামান্য সফলতা গুলি
উইল করে দিয়ে যাবো
ধরিত্রীপুত্রের মতো নিন্দুক আর শত্রুদের নামে ...

বিশাল ব্যর্থতাভার
ভারি আর মুখবন্ধ খামে
শ্মশানবন্ধুর জন্যে ডাকবাক্সে রেখেযাবো
সাংকেতিক চেনা ছদ্মনামে ...
ক্ষণজীবী সফলতাগুলি যেহেতু সহজপাচ্য এবং মসৃণ
নিন্দুকের দন্ত তাই সেইসব চেটেপুটে শেষ করে দেবে
শ্মশানবন্ধুরা সব স্নান করে ফেরার আগেই ...
এবং বিশাল সব ব্যর্থতাকে ঘিরে আগুন পোহাবে বসে
শ্মশানবন্ধুরা সব স্নান সেরে এসে ...

পরদিন এই সব যৎসামান্য সফলতা আর বিশাল ব্যর্থতাভার
লাঠি দিয়ে পিছে ঠেলে একলা চন্ডাল যাবে পরবর্তী চিতাপটে হেঁটে –
করোটির সেই ভিড়ে পাশাপাশি শুয়ে থাকবে
বেশ্যা,দালাল,সাধু,বাল্মীকি ও গ্যাটে।।

৬/৫ -৪/৭/২০১৫

ঘুম ঘর