প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, August 3, 2016

চলি, নিজ নিকেতনে



চলি, নিজ নিকেতনে

চলি।

চলি
নিজ নিকেতনে।

যেতে যেতে
নিজের বিজনে
ভ্রমি।
কথা লিখি
ভ্রমে।

ভ্রমে
পৃথিবীও
আপন নিয়মে।

সে'ও চলে
নিজ নিকেতনে?

ঘুম ঘর