প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, August 3, 2016

চলি, নিজ নিকেতনে



চলি, নিজ নিকেতনে

চলি।

চলি
নিজ নিকেতনে।

যেতে যেতে
নিজের বিজনে
ভ্রমি।
কথা লিখি
ভ্রমে।

ভ্রমে
পৃথিবীও
আপন নিয়মে।

সে'ও চলে
নিজ নিকেতনে?

ঘুম ঘর