প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, June 14, 2018

কথা


কথা
কথা থাক
রাত্রি গড়াক।
কথা হবে
কোথাও নীরবে।
থেমেগেলে
সব কথকতা
কথা হবে।
পেয়েছি বারতা -

কথাগুলি
জমে জমে তারা
যেন কোন্‌ পথের ইশারা -
কোথা শেষ?
কথা। অবশেষ -

কথা নদী
ডেকে নেয় যদি
কথা শেষে
ইশারার দেশে -
লিখি কথা
নীরব বারতা।

উৎসর্গঃ সুশান্ত কর

ঘুম ঘর