প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, July 28, 2018

ধ্যান


ধ্যান
বহুযুগ পরে আজ পুনরায় 'নিজমনে একা' 
বসেথাকা গেলো কিছুক্ষণ।যদিও নির্জনে নয়
তবে শুদ্ধ নিজের বিজনে,একটি গাছের তলে,
ওটোরিক্সা স্টেন্ড ছুঁয়ে কাঠের বেঞ্চিতে।
বসে বসে দেখাগেলো মেঘলা সকাল ক্রমে ক্রমে
দ্বিপ্রহরে গড়ালো কিভাবেএলোমেলো কথা ভাবাগেলো,
ভাবাগেলো আকাশপাতাল। যদিও নগর তবু 
ঝোপঝাড়, কয়েকজন গাছ কাছাকাছি
ছিল আর একটি দেবতা "নারকোল পানির বিক্রেতা"
এই বেশে, ছদ্মবেশে, ছিল নিকটেই। এরই মধ্যে
মৃত কিছু মোটরকার এসে চেষ্টা নিয়েছিল এই
ধ্যান ভেঙ্গে দিতে। তবু এই বিজনের কাছে
হেরে গেলো তারা অবশেষে কেননা এ ধ্যানের গহনে
ধর্ম বা মোক্ষের কোনো লক্ষ্য ছিলনা।।

ঘুম ঘর