প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 4, 2018

এন।আর।সি,আসাম, ২০১৮


এন।আর।সি,আসাম, ২০১৮
------------
এবার তবে গর্জে ওঠো
সিংহ-শাবক
মেষবালকের ছদ্মবেশে
আর কতকাল?
দুয়োরাণীর নোলক পরে
কবেই ঘাতক
শান দিয়েছে অন্তরালে
দন্ত করাল।
হায়নারাও আজ কপালে
তিলকমাটি
প্রলেপ দিয়ে ওড়ায় নিশান
জনসভায়
রাজসভাতেও পাঠায় সেলাম
নিয়ম মতো
এবং তোমার বিকল গায়ে
মুহুর্মুহু
আরো গভীর বিষ-চাবুকের
মরণ-ক্ষত।
এবার তবে গর্জে ওঠো
সিংহ-শাবক
ঝর্ণাজলে এবার আপন
মখটি দেখো,
দেখো তোমায় মেষবালকের
পোশাক দিয়ে
ভুলিয়ে রেখে যক্ষীরানী
আজন্মকাল
নাগড়া বানায় তোমার পিঠের
চামড়া দিয়ে
এবং যেসব হায়না ঘোরে
নাম লিখিয়ে
তোমার পাশে পরম সুহৃদ
মুখটি করে
তারাও যাবে রানীর কাছেই
প্রসাদ পেতে
তোমায় ফেলে একলা একা
মরণ ফাঁদে
তাই এবারে গর্জে ওঠো
সিংহ শাবক
ণত্ত্ব ষত্ত্ব নেতার তত্ত্ব
দন্তে ছিঁড়ে
ঝাঁপিয়ে পর যক্ষীরাণির
প্রাসাদ ঘিরে।।
=============
০৪ অগাস্ট ২০১৮
বেঙ্গালোর





ঘুম ঘর