প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, August 12, 2018

হারিয়েছে...


হারিয়েছে...
তোমাকে যখনই দেখি মনেহয় কিছু হারিয়েছ,
কি'যে হারিয়েছ তা'ও জানোনা তবুও
সন্ধানের মুদ্রাগুলি সতত তোমাকে
ঘিরে থাকে অবলুপ্ত টোটেমের মতো।

তোমাকে যখনই দেখি মনেহয় কিছু হারিয়েছি,
কি'যে হারিয়েছ তা'ও জানিনা, তথাপি
অবলুপ্ত টোটেমের মতো
খুঁজি না'কি গহনে তোমাকে?

ঘুম ঘর