প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, September 29, 2018

স্টেশনবাবুর মেয়ে


স্টেশনবাবুর মেয়ে






দূরপাল্লার ট্রেন থেমেছে ছোট্ট ইস্টিশনে
বিকাল হারায় লাগিয়ে দিয়ে
               "হলুদ বনে বনে"
দু'এক মিনিট থেমে থাকার ফাঁকে
দু'একটি লোক নামে আমার জান্লা থেকে
একটি বাড়ি,টালির,দেখি
               হাঁটাপথের দিকে।
কোত্থেকে এক সত্যি ময়ূর এসে
পেখম ছড়ায় টালির বাড়ির
              চিলতে বারান্দাতে।
ট্রেন ছেড়েযায়, তক্ষুনি,হায়,
             এই ছবিটি ছিঁড়ে।
সন্ধ্যা ঘনায়, শিরীষশাখায়
             চাঁদ ওঠে লাফ দিয়ে।
#
কে পোষে ওই ময়ূর, ভাবি,
স্টেশনবাবুর মেয়ে?

৮/৭/২০১৮-২৯/০৯/২০১৮

ঘুম ঘর