প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, December 18, 2018

"ধূলোর নাগর"


"ধূলোর নাগর"


ধূলো ওড়ে,
পথের শিয়রে।

"ধূলোর নাগর", তুমি এভাবে ভোলাবে
পথদিশা? দিশাপথ? - আমাকে বিপথে
নেবে বলে এত ছল?
                 এত আয়োজন? "ধূলোর নাগর"
আমি ধূলোতেই ফিরেযাব বলে
ধূলো দিয়ে লিখেছি এ ঘর।


"ধূলোর নাগর", এসো যুগল প্রয়াসে
              বাতাসনূপুরপরা নর্তকীর দোরে
                                           টোকা দিই
                                                 উড়ে যেতে যেতে।
[স্মরণঃ "কবি", তারাশংকর ]

৩০/১১ - ১৮/১২/২০১৮

ঘুম ঘর