প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, December 18, 2018

"ধূলোর নাগর"


"ধূলোর নাগর"


ধূলো ওড়ে,
পথের শিয়রে।

"ধূলোর নাগর", তুমি এভাবে ভোলাবে
পথদিশা? দিশাপথ? - আমাকে বিপথে
নেবে বলে এত ছল?
                 এত আয়োজন? "ধূলোর নাগর"
আমি ধূলোতেই ফিরেযাব বলে
ধূলো দিয়ে লিখেছি এ ঘর।


"ধূলোর নাগর", এসো যুগল প্রয়াসে
              বাতাসনূপুরপরা নর্তকীর দোরে
                                           টোকা দিই
                                                 উড়ে যেতে যেতে।
[স্মরণঃ "কবি", তারাশংকর ]

৩০/১১ - ১৮/১২/২০১৮

ঘুম ঘর