প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, August 31, 2019

স্মৃতিকাঁথা

স্মৃতিকাঁথা
-----------------
স্মৃতিকাঁথা গায়ে দিয়ে
শুয়ে আছে
ধুধু মাঠ,  চিত্রে অর্পিত।
চালচিত্রে হলুদ পালক
অবলুপ্ত, অচেনা পাখির
কাঁথার সেলাই ফেঁসে
ইতস্তত ছড়িয়ে রয়েছে।
হারানো নক্সাগুলি, নাকছাবি গুলি -
রাখালিয়া বাঁশি আর বন্ধুটির বাড়ি
পার হয়ে
নিভে যেতে যেতে
ঝোপঝাড়ে, বাঁশঝাড়ে
এবং চোখের আড়ে
জান, কার অপেক্ষাতে
অদ্যাবধি থেমে আছে দিন?
এখনো সে বন্ধুটির বাড়ি
খুঁজে পান নাই  কবি
জসীম উদ্দিন?




ঘুম ঘর