প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 31, 2019

স্মৃতিকাঁথা

স্মৃতিকাঁথা
-----------------
স্মৃতিকাঁথা গায়ে দিয়ে
শুয়ে আছে
ধুধু মাঠ,  চিত্রে অর্পিত।
চালচিত্রে হলুদ পালক
অবলুপ্ত, অচেনা পাখির
কাঁথার সেলাই ফেঁসে
ইতস্তত ছড়িয়ে রয়েছে।
হারানো নক্সাগুলি, নাকছাবি গুলি -
রাখালিয়া বাঁশি আর বন্ধুটির বাড়ি
পার হয়ে
নিভে যেতে যেতে
ঝোপঝাড়ে, বাঁশঝাড়ে
এবং চোখের আড়ে
জান, কার অপেক্ষাতে
অদ্যাবধি থেমে আছে দিন?
এখনো সে বন্ধুটির বাড়ি
খুঁজে পান নাই  কবি
জসীম উদ্দিন?




ঘুম ঘর