প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 31, 2019

“মন বলে চাই”

“মন বলে চাই”

"আমার মন বলে চাই",
বলে
 “যাই, যদি পাই
খুঁজে কোনো সূত্র, কোনো
পদছাপ - নক্ষত্রে অথবা
ধূলায়। " ধরণীতে প্রাণের
খেলায়", নিশিডাকে
মগ্ন অবেলায় - যে গিয়েছে,
এখনো যে যায়
  দুঃসাহসে, দাহ্য
অবেলায়
তার কোনো সূত্র, পদছাপ….
  আমাদের দিনগত পাপ
যে রাখে যত্ন করে
গুহাগাত্রে
লিখে”…
মন বলে "যাই,
যদি পাই
দেখে আসি
তাকে –
 গণিকাভগিনীহেন
স্মৃতিকাঁথা অঙ্গে জড়িয়ে
যে অতলে শবরীর মতো
অমরণ
অপেক্ষায় থাকে।

মন বলে “চাই,
আমি তার সূত্র কিংবা
কোনো পদছাপ
এ যাপনে
 খুঁজে আনতে
যাই”।

৩১ অগাস্ট ২০১৯
বেঙ্গালোর

ঘুম ঘর