প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, August 28, 2019

কালাযাদু

 কালাযাদু



অনেক বছর পরে আবার বসে দেখছি সেই ছবি "ব্লেক ফ্রাইডে"। দাঙ্গা, নরেন মুদী, অমিত ছা, ব্লাস্ট - সমস্ত ছাপিয়ে এইবার আমার ভাবনায় বার বার ফিরে আসছে গোদারের " ব্রেথলেস", তার সেই ছুটতে ছুটতে, পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়া প্রোটাগনিস্ট, তার মুখ, তার দৃষ্টি, সেই দৃষ্টির শূন্যতা।.... "ব্লেক ফ্রাইডে" র প্রতিটি চরিত্র, স্বয়ং টাইগার মেমনসহ, আদতে ছায়া "ব্লেথলেসে" র সেই প্রোটাগনিস্টজনেরই।... ছুটছে, কিন্তু কোথায়? ছুটছে, কিন্তু কোথা থেকে? - ছুটছে মরে যাওয়ার থেকে টিঁকে থাকবার দিকে। অন্ততঃ দৌড়ের আরম্ভে তেমনই ভেবে আরম্ভ হচ্ছে দৌড়। পেছনে মৃত্যদূত, হয় পুলিশ, নয় মিলিটারি নয়তো নিজের দলেরই "র‍্যাট", বিশ্বাসঘাতক। ... তারপরে ছুটতে ছুটতে, সচেতন ভাবে নাহলেও অবচেতন, তাদের, জেনে যায়, যে, এই দৌড় আদতে মৃত্যুরই দিকে। " ব্রেথলেস" এর প্রোটাগনিস্টজন, অন্তিমে, আর পালাতে চায়না। চায়না টিঁকে থাকতে। চায় বেঁচে উঠতে। আর তাই নিজেকে মেলেধরে পুলিশের গুলির সামনে। "ব্ল্যাক ফ্রাইডে" র চরিত্রেরা, অন্তিমে, যেন মরেগিয়েই বেঁচে উঠতে চেয়ে হয়েওঠে "র‍্যাট"। একে অপরকে ধরিয়ে দিতে দিতে, মনের অন্ধকারে টের ঠিকই পায়, যে, এইবার আসবে তারো পালা। তারা তা'ই চায়। চায় থামা। চির থামা। যতি। এক অন্তিম যতি।...
না, এই দৌড়ে তারা নাম লেখায়নি স্ব ইচ্ছায়। কোনো না কোনো ভাবে মুদী, আদবানি, অমিত ছা, আলকায়দা, দাউদ,  আম্বানী, বিড়লা, কর্পোরেশন, কর্পোরেট  - কালোজাদুতে এদের টেনে আনে এই দৌড়ে। যেভাবে কৃষ্ণ এনে জুটিয়েছিল যাদব যুবকদের ধর্মযুদ্ধের নামে, যেভাবে হিটলার নরম জনতাকেও টেনে এনেছিল যুদ্ধে, হত্যায় জাতীয়তাবাদের নামে, দেশপ্রেমের নামে.. প্রায় একই কায়দায় সংগৃহীত হয়েছিল বাবরি ধ্বংসের সেনাদল।...  " ব্ল্যাক ফ্রাইডে" দেখতে দেখতে ইচ্ছা হয় ক্ষমা করে দিই এই সমস্ত ব্লাস্ট ঘটানোর ছোট ছোট কুশীলবদের,  মূর্খ করসেবকদের...  আমি দেখতে পাই এদের অসহায় দৌড়...  যে দৌড়ের অন্তিমে এরা যখন চাইবে যতি, চাইবে আপনার আমর্মমূল ধ্বংসের বিনিময়েও।... তথাপি আম-বাণী, ছা, মুদী'রা যুগে যুগে অবতীর্ন হবে এই সকল নিয়তি নিষ্পেষিত যুবক-যুবতীদের এই মরনদৌড়ে টেনে আনতে, তাদের কালোজাদুতে।

ঘুম ঘর