প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, August 24, 2019


একেক রকম একা

একটি জীবন শান্ত পুকুর          গাছের ছায়া পড়ে,
একটি জীবন নৌকা যেমন       উথালপাথাল ঝড়ে -
একটি জীবন জা্ন্‌লা থেকে     দাঁড়িয়ে শুধু দেখা,
এক জীবনেই একেকজনা      একেক রকম একা।

একটি জীবন ঘুমপুকুরে       ডুবোসাঁতা যেন,
নিঝুম রাতে প্রশ্ন করা           একটি জীবন কেন …।।

ঘুম ঘর