প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 7, 2025

কে যায়

 কে যায়

"Who goes amid the merry green wood

    To make it merrier?" -- Chamber Music,VII, James Joyce

"তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে

  শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।" -- রবীন্দ্রনাথ ঠাকুর



কে যায়? 

বেণু না বাজিয়ে তবু বাঁশি-সুর তুলে 

জনহীন নদীপথটিতে

বসন্ত-বন্যার স্রোতে

কে যায় 

ভাসিয়ে নিয়ে

বইপুঁথি, গিরস্থি-সীমানা?

চলা-সুরে ঝরাপাতা পায়

উল্লাসের উদযাপন-ডানা?

কে ধায়? 

রশ্মি-মশারি ছিঁড়েফেঁড়ে

মেঘবরণ কোন কন্যা 

যায়? শরৎশিশিরে ভিজে 

ভৈরবী নীরব বাজায়।

কে যায়? 

আঁচল উড়িয়ে দিয়ে সাহস-শাড়ির

কে জাগায় এ প্রবাসে

বাসা-ঘর সুর? কে নাচায় কে’বা নাচে 

গাছ ডাল শিরায় পাতাতে?

‘প্রেম’ শব্দ পাখি হয়ে ধায়

বসন্তসেনার ইশারায়?












ঘুম ঘর