প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, September 21, 2019

আমার পদ্মপত্রে

 আমার পদ্মপত্রে
সপ্তর্ষি বিশ্বাস

সে তার প্রথম প্রেমের কথা
লিখে রাখলো গুহাগর্ভে, একটি পাথরে,
সে তার প্রথম দুঃখের কথা
লিখে রাখলো গুহাগর্ভে, একটি পাথরে।
লিখে রাখলো
প্রথম রতির কথা, প্রথম ভীতির কথা, যুদ্ধ ও শান্তির
কথা, অসংখ্য হত্যা আর সংখ্যাতীত বার
তার আপনার নিহত হওয়ার কথা, জন্ম
নেওয়ার কথা গুহাগর্ভে, পাথরে পাথরে।
“এইবার প্রথম পাপের কথা লেখো” – এরকম
আকাশবার্তা হলে সে লিখলো “নিশ্চিত নাস্তিক
আমি, ঈশ্বরের ছেলে। আমার পদ্মপত্রে
'পাপ' বলে কোনো শব্দ নেই”।

ঘুম ঘর