প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, September 16, 2019

“ঘন্টাবাজে দূরে”

“ঘন্টাবাজে দূরে”

সপ্তর্ষি বিশ্বাস


বাঁক গুলি ঘুরে ঘুরে আমি
যে বাঁকের শেষে এসে থামি
সেখানে একটি গৃহ একা
বনের বিজনে যায় দেখা।

উঠানে একটি শিশু খেলে।
আমাকে দেখেই খেলা ফেলে
আদেশের সুরে কিছু বলে –
কি দেখায় নরম আঙ্গুলে?

চার বছর বয়সীর ভাষা
ক্রমে গেলে কিছুদূর বোঝা
বুঝি, সে আমাকে যেতে বলে
দৌড় দিয়ে কাছের ইস্কুলে

যেখানে নিশানগুলি ওড়ে
নানা রঙ।  নিঝুম দুপুরে
ঘন্টা বাজে ঢং ঢং করে
'আজো বাজবে', খোকাসখা বলেঃ

'দেখে নাও তুমি স্কুলে গিয়ে।
আমি ছোটো। আমাকে দেবেনা
ওরা যেতে' – ভাবি, ওকে কিভাবে
বলি, যে, আমার ইস্কুলদিন, রাত

আমাকে পেরিয়ে গেছে চলে।
এখন এ অরণ্যে একাকী
বসে শোনা, তারই মতো,
ঘন্টা বাজে, 'ঘন্টা বাজে দূরে'…


সুত্রঃ Robert Frost, ‘Not of school age'






ঘুম ঘর