মানবজমিন
মাঝে মাঝে ভাবি প্রতিখানি মানবজমিনই
প্রকৃত আবাদ করলে হয়তো ফলতো সোনা।
হয়তো দীর্ঘ মাস, বৎসরের পরে.. হয়তোবা
ফলতো প্রকৃতই। অথচ কোদাল হাতে
নেমে প্রায় প্রতি জমিতেই দেখেছি গলিত লাশ,
হাড়মাস অথবা কংকাল। পালিয়ে এসেছি
ভয়ে, দুর্গন্ধে ও জন্মগত মধ্যবিত্ত বোধে।
মাঝে মাঝে ভাবি সেই হাড়মাস
লাশ ও কংকাল জমিতেই ছিল না'কি প্রকৃতার্থে
তারা ছিল আমারই জন্মগত মধ্যবিত্ত বোধের কফিনে?
--
সপ্তর্ষি বিশ্বাস
২৭/১০/১৯
মাঝে মাঝে ভাবি প্রতিখানি মানবজমিনই
প্রকৃত আবাদ করলে হয়তো ফলতো সোনা।
হয়তো দীর্ঘ মাস, বৎসরের পরে.. হয়তোবা
ফলতো প্রকৃতই। অথচ কোদাল হাতে
নেমে প্রায় প্রতি জমিতেই দেখেছি গলিত লাশ,
হাড়মাস অথবা কংকাল। পালিয়ে এসেছি
ভয়ে, দুর্গন্ধে ও জন্মগত মধ্যবিত্ত বোধে।
মাঝে মাঝে ভাবি সেই হাড়মাস
লাশ ও কংকাল জমিতেই ছিল না'কি প্রকৃতার্থে
তারা ছিল আমারই জন্মগত মধ্যবিত্ত বোধের কফিনে?
--
সপ্তর্ষি বিশ্বাস
২৭/১০/১৯