প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, October 27, 2019

মানবজমিন

মানবজমিন 
  মাঝে মাঝে ভাবি প্রতিখানি মানবজমিনই 
প্রকৃত আবাদ করলে হয়তো ফলতো সোনা।
হয়তো দীর্ঘ মাস, বৎসরের পরে..  হয়তোবা 
ফলতো প্রকৃতই। অথচ কোদাল হাতে
নেমে প্রায় প্রতি জমিতেই দেখেছি গলিত লাশ,
হাড়মাস অথবা কংকাল। পালিয়ে এসেছি
ভয়ে, দুর্গন্ধে ও  জন্মগত মধ্যবিত্ত বোধে।
                      মাঝে মাঝে ভাবি সেই হাড়মাস
 লাশ ও কংকাল জমিতেই ছিল না'কি প্রকৃতার্থে 
তারা ছিল আমারই জন্মগত মধ্যবিত্ত বোধের কফিনে?
--
সপ্তর্ষি বিশ্বাস 
২৭/১০/১৯

ঘুম ঘর