"সাধনা ঔষধালয়", কিনারে, ব্রেকেটে " ঢাকা "। পাকা সড়ক থেকে ঝুলন্ত সিমেন্ট সেতুর ওই পারে। আবহে বাজার। " সন্তর বাজার "। চালচিত্রে কুশিয়ারা। পার হয়ে বাংলাদেশের হাতছানি। - আমার স্মৃতির করিমগঞ্জ যা আমার করিমগঞ্জ। রাধা-দুর্গা-চিত্রবাণী সহ। " পিভিআর" আর " ভিশাল" মলদ্বারের করিমগঞ্জকে আমি চিনিনা। চিনতে চাইও না।
প্রবেশিকা
**************************
[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
************************** [ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]
Wednesday, February 12, 2020
"সাধনা ঔষধালয়"
"সাধনা ঔষধালয়", কিনারে, ব্রেকেটে " ঢাকা "। পাকা সড়ক থেকে ঝুলন্ত সিমেন্ট সেতুর ওই পারে। আবহে বাজার। " সন্তর বাজার "। চালচিত্রে কুশিয়ারা। পার হয়ে বাংলাদেশের হাতছানি। - আমার স্মৃতির করিমগঞ্জ যা আমার করিমগঞ্জ। রাধা-দুর্গা-চিত্রবাণী সহ। " পিভিআর" আর " ভিশাল" মলদ্বারের করিমগঞ্জকে আমি চিনিনা। চিনতে চাইও না।