প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, February 12, 2020

"সাধনা ঔষধালয়"









"সাধনা ঔষধালয়",  কিনারে, ব্রেকেটে " ঢাকা "। পাকা সড়ক থেকে ঝুলন্ত সিমেন্ট সেতুর ওই পারে। আবহে বাজার। " সন্তর বাজার "। চালচিত্রে কুশিয়ারা।  পার হয়ে বাংলাদেশের হাতছানি। - আমার স্মৃতির করিমগঞ্জ যা আমার করিমগঞ্জ। রাধা-দুর্গা-চিত্রবাণী সহ। " পিভিআর" আর " ভিশাল" মলদ্বারের করিমগঞ্জকে আমি চিনিনা। চিনতে চাইও না।


ঘুম ঘর