প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, February 9, 2020

ভালবাসা

ভালবাসা
-----------
সপ্তর্ষি বিশ্বাস 
-----------
দুই তট আলগা হয়ে থাকে যার অপার লীলায় 
তাকে আর নদি বলা ভুল।
সে আসলে অন্তহীন রহস্য আধার,
নদী সেই রহস্যের ভারবাহী পশু।
#
আমাদেরো মাঝখানে আজ 
যে অলীক সুতো ঝুলে আছে, 
লোকে তাকে ভুল করে " ভালোবাসা " বলে। 
আসলে এও তো সেই রহস্যেরই সুতো -
 ভালোবাসা তাকে শুধু টান টান রাখে। 

রচনাকালঃ ১৯৯৩- ৯৪
প্রকাশঃ বিজিত কুমার ভট্টাচার্য  সম্পাদিত 'সাহিত্য'

ঘুম ঘর