ভালবাসা
-----------
সপ্তর্ষি বিশ্বাস
-----------
দুই তট আলগা হয়ে থাকে যার অপার লীলায়
তাকে আর নদি বলা ভুল।
সে আসলে অন্তহীন রহস্য আধার,
নদী সেই রহস্যের ভারবাহী পশু।
#
আমাদেরো মাঝখানে আজ
যে অলীক সুতো ঝুলে আছে,
লোকে তাকে ভুল করে " ভালোবাসা " বলে।
আসলে এও তো সেই রহস্যেরই সুতো -
ভালোবাসা তাকে শুধু টান টান রাখে।
রচনাকালঃ ১৯৯৩- ৯৪
প্রকাশঃ বিজিত কুমার ভট্টাচার্য সম্পাদিত 'সাহিত্য'