প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, February 5, 2020

বাজ


বাজ
শোণিতে হানা দাও
ফিরে হে, বাজপাখি
শিকার খুঁজি ফের
                 ঘুণাক্ষর
নিভৃতে কান রাখো
ডানার আবডালে
শুনতে শোণিতের
             সাগর-স্বর
কোথায়, কোন গ্রহে
নিশীথে যেতে যেতে
ভেঙ্গেছে ডানা তাই
              এ বন্দর?
তারার ছায়াতলে
তাই এ গৃহ বুঝি?
জোনাকি জ্বলা এই
            চলার পথ?
চলো হে বাজপাখি,
তুষার খুঁড়ে খুঁড়ে
খুঁজি সে বাজেপোড়া
            লুপ্ত রথ।
আমি তো নিজে জলে
ফেলেছি কম্পাস
মুছেছি পূজাবিধি
             আর ঈশ্বর
এখন এই গ্রহে
তুমিই ভরসা হে,
চক্রবাল সে’তো
            নিরক্ষর –
পোড়াও ঝরাপাতা,
লিপি ও প্যাপীরাস –
ঝরাও দেবতার
         একটি শ্বাস,
এসো হে, খুঁজি ফিরে
লিপি ও অক্ষরে
শোণিতে গচ্ছিত
           সর্বনাশ।।
সপ্তর্ষি বিশ্বাস
২/২ – ৫/২/২০২০




ঘুম ঘর