প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, September 26, 2020

পাপী

 পাপী

আমি কেন পাপী হব? আমি তো নিজের হাতে হত্যা করেছি

অহংএর মতো উঁচু সব দেবী, সব দেবতাকে।

বৃক্ষগুলি যতো উঁচু তারও চেয়ে উঁচু হতে পারে পর্বতেরা।

পর্বতের চেয়ে আরো উঁচু পথে উড়ে যেতে জানে শুধু মেঘ আর হাওয়া

তাদের সবার চেয়ে উঁচু যে আকাশ

সেখানে শূন্যতা থাকে, অন্ধকার থাকে। সুন্দর নির্জনে থাকে

সূচীভেদ্য শূন্য অন্ধকারে। বামনেরা সুন্দরের কাছে

পৌঁছতে পারেনা তাই দেবী ও দেবতা গড়ে

উঁচু উঁচু করে

হিংস্রতম ঈর্ষাবশত।

নিজ হাতে মুহুর্মুহু আমি হত্যা করে সেইসব দেবী, দেবতাকে

মুহুর্মুহু মুছে দিই সুন্দরের অন্তর্গত ক্ষত।

ঘুম ঘর