প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, September 26, 2020

পাপী

 পাপী

আমি কেন পাপী হব? আমি তো নিজের হাতে হত্যা করেছি

অহংএর মতো উঁচু সব দেবী, সব দেবতাকে।

বৃক্ষগুলি যতো উঁচু তারও চেয়ে উঁচু হতে পারে পর্বতেরা।

পর্বতের চেয়ে আরো উঁচু পথে উড়ে যেতে জানে শুধু মেঘ আর হাওয়া

তাদের সবার চেয়ে উঁচু যে আকাশ

সেখানে শূন্যতা থাকে, অন্ধকার থাকে। সুন্দর নির্জনে থাকে

সূচীভেদ্য শূন্য অন্ধকারে। বামনেরা সুন্দরের কাছে

পৌঁছতে পারেনা তাই দেবী ও দেবতা গড়ে

উঁচু উঁচু করে

হিংস্রতম ঈর্ষাবশত।

নিজ হাতে মুহুর্মুহু আমি হত্যা করে সেইসব দেবী, দেবতাকে

মুহুর্মুহু মুছে দিই সুন্দরের অন্তর্গত ক্ষত।

ঘুম ঘর