সপ্তর্ষি বিশ্বাসের কিছু লেখালেখি ...
মইনদা (মোঃ মইনুদ্দিন) স্মরণে
একটি মানুষ এসেছিল, মানুষটি ফিরে চলেগেলো
ছড়িয়ে অক্ষর কিছু, তারাহেন, ঝোপেঝাড়ে, ঘাসে …
একটি প্রদীপ তার তরে – জ্বেলে রাখি – মাজারের পাশে।
ভাবি, ফিরে যদিবা সে আসে – মৃত্তিকার ঘ্রাণ ভালবেসে …