'বাঁশি'
'বাঁশি' এই কথাটিকে
সবচেয়ে বেশিবার
লিখেছেন রবীন্দ্রনাথ।
আর
সবচেয়ে কম
জীবনানন্দ দাশ।
এতে কি প্রমাণ হয় ?
'বাঁশি' ভালো ? 'বাঁশি' মন্দ ? না’কি
কে বেশি প্রতিভাবান?
‘ঠাকুর’ রবীন্দ্রনাথ ? জীবনানন্দ দাশ?
#
রচনাসমগ্রের পাতা ছিঁড়ে খায় ঘুণপোকা আর
অন্তরালে অট্টহাসি হাসে ইতিহাস