প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, May 25, 2021

'বাঁশি'

 'বাঁশি'

 

'বাঁশি' এই কথাটিকে

সবচেয়ে বেশিবার

লিখেছেন রবীন্দ্রনাথ।

আর

সবচেয়ে কম

জীবনানন্দ দাশ।

এতে কি প্রমাণ হয় ?

'বাঁশি' ভালো ? 'বাঁশি' মন্দ ? না’কি

কে বেশি প্রতিভাবান?

‘ঠাকুর’ রবীন্দ্রনাথ ? জীবনানন্দ দাশ?

#

রচনাসমগ্রের পাতা ছিঁড়ে খায় ঘুণপোকা আর

অন্তরালে অট্টহাসি হাসে ইতিহাস




ঘুম ঘর