প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, May 25, 2021

'বাঁশি'

 'বাঁশি'

 

'বাঁশি' এই কথাটিকে

সবচেয়ে বেশিবার

লিখেছেন রবীন্দ্রনাথ।

আর

সবচেয়ে কম

জীবনানন্দ দাশ।

এতে কি প্রমাণ হয় ?

'বাঁশি' ভালো ? 'বাঁশি' মন্দ ? না’কি

কে বেশি প্রতিভাবান?

‘ঠাকুর’ রবীন্দ্রনাথ ? জীবনানন্দ দাশ?

#

রচনাসমগ্রের পাতা ছিঁড়ে খায় ঘুণপোকা আর

অন্তরালে অট্টহাসি হাসে ইতিহাস




ঘুম ঘর