“হঠাৎ দেখা"
ডাকেনি তোমাকে , তুমিও ডাকোনি তাকে ।
পাশাপাশি হাঁটা – মিছিলে বা সমাবেশে ।
– এটুকুই কথা রূপকথা হতে চেয়ে
কবে ভেসে গেছে বয়সের স্রোতে মিশে ।
#
পলেস্তারা মতন সময়
গিয়েছে অঝোর ঝরে ।
বড়জোর আর তিন ইস্টিশান পরে
গোধূলি রয়েছে নেকড়ের মতো ঝোপেঝাড়ে ওঁৎ পেতে –
তখনই হঠাৎ মুখোমুখি দেখা রেলওয়ে ওভারব্রিজে ।
এটুকুই কথা ? নাকি রূপকথা ? বাগেশ্রী রাগে বাজে …
#
" আছেন কেমন " , " পরিবার ভালো " বাক্যগুলির ফাঁকে
" ছিলেন কোথায়, এতদিন " এই প্রশ্ন উহ্য থাকে ।
যদি বা ঠিকানা হয় বিনিময় তবু শুধু পোস্টকার্ডে
সমীচীন চিঠি । " ছিলেন কোথায় , এতদিন "
এই প্রশ্নটি ঢেকে রাখে।