প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, May 25, 2021

তুমিও তোমার সেই পাখি-জাহাজের ছবি

 তুমিও তোমার সেই পাখি-জাহাজের ছবি

 


নিরুদ্দিষ্ট যুবতীর শেষ চিঠি হেন ফেলে গেছ একটি পালক

সৈকতের মত ছাতে । সন্ধান-সূত্র নয় , যাত্রার

দুঃসাহসী অবলীল পত্র হিসাবে । - যেভাবে আঘাটা থেকে

নৈশ-নাবিক হেঁকে ওঠে " যাবে ? কেউ যাবে –

নক্ষত্র কম্পাস দেখে - চক্রবালের বাঁধ আস্পর্ধায় ছিঁড়ে --

যাবে কেউ নীল এই পাখি-যাওয়া পথে "?

#

পত্রপাঠ পৃথিবীর প্রতিটি সাগর হানা দেয় শিরায় , শোণিতে।

আজন্ম গমন-সাধ ঢেউ হয়ে আছ্‌ড়ে পড়ে জন্মগত মৃত্তিকায় , তটে ।

কালপুরুষের মত বৈঠা হাতে তুমি দাঁড়াও আড়াল করে

পিছুটান , ক্ষতস্থান , গোলাবাড়ি , অক্ষর আর অক্ষ, দ্রাঘিমা –

সম্মোহিতের মত বন্ধ চোখে দেখি

জাহাজ এসেছে এক আঙিনায় , উঠোন পেরিয়ে ।

#

অথচ নোঙ্গর-দড়ি যখনি নিজের হাতে কেটে দাও তুমি

পৃথিবীর প্রতিটি সাগর আতঙ্কের দৃষ্টিহীন সহোদরা হয়ে

হানা দেয় শিরায় , শোণিতে। চক্রবাল-বাঁধা ছিঁড়ে

তোমার জাহাজ যায় দূরে ।  আমি ও ইভলিন ফিরি

পায়ে পায়ে পোষা আর পঙ্গু অন্ধকারে...

#

তুমিও তোমার সেই পাখি-জাহাজের ছবি , এলে দেখে যেও ,

দেওয়ালে রেখেছি এঁকে – নিজ হাতে – যত্ন সহকারে ।।

ঘুম ঘর