“মাদেও"
সদ্য সদ্য ডিম দেওয়া পাখিটিকে
দেখি ।
দেখি তার "মা " হওয়ার , "হয়ে উঠবার "
গহন প্রক্রিয়া । ডানা মুড়ে নিঝ্ঝুম বসে
নিজস্ব উত্তাপ দিয়ে ডিম ফোটানোর
আবডালে শুধুমাত্র "পক্ষিণী" র থেকে " মা পাখি " হওয়ার
দিকে
অবিরাম দুঃসাহসী যাওয়া – শিকারীর গুলির আঘাত
এড়িয়ে এড়িয়ে সারাদিন
খুদকুঁড়ো মুখে ফেরা শাবকের কাছে তার
আকাঙ্খিত নিঝুম সন্ধ্যায় ।
এই " ক্রম " নেই বলে , গো কোকিলা বধু , "মাতা" নও --
তুমি শুধু “ ডিম দেওয়া পাখি”...
এটুকু বলার পর অন্ধকার থেকে
কে যেন বলল ডেকেঃ
“ সন্তান, বান্ধব , পত্নী, প্রেমাস্পদ, পিতা
সবই "ক্রম " , সবই হয়ে ওঠা ...”