প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, May 30, 2021

আমি কবি নই ...

 আমি কবি নই ...

 


আমি কবি নই।

কেননা শূন্য আর অসীমের মধ্যবর্তী উপত্যকা জুড়ে

মুহুর্মুহু 'বিগব্যাং' থেকে 'ব্ল্যাক্‌হোল্‌' হয়ে ফের

নক্ষত্রকম্পাস দেখে নাবিকের মতো উঠে সটান দাঁড়াতে

যারা পারে, যে পেরেছে --

সে'ই কবি।

তারা শুধু কবি।

আমিতো অক্ষর, যতি, শব্দ লিখি শুধু।

বড়জোর একটি-দু'টি কবিতার পথে

কোনোদিন, কিছু দূর

হয়তোবা পারি হেঁটেযেতে ...

#

আমি কবি নই।

তুমিও কি ...

 

ঘুম ঘর