প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, May 30, 2021

আমি কবি নই ...

 আমি কবি নই ...

 


আমি কবি নই।

কেননা শূন্য আর অসীমের মধ্যবর্তী উপত্যকা জুড়ে

মুহুর্মুহু 'বিগব্যাং' থেকে 'ব্ল্যাক্‌হোল্‌' হয়ে ফের

নক্ষত্রকম্পাস দেখে নাবিকের মতো উঠে সটান দাঁড়াতে

যারা পারে, যে পেরেছে --

সে'ই কবি।

তারা শুধু কবি।

আমিতো অক্ষর, যতি, শব্দ লিখি শুধু।

বড়জোর একটি-দু'টি কবিতার পথে

কোনোদিন, কিছু দূর

হয়তোবা পারি হেঁটেযেতে ...

#

আমি কবি নই।

তুমিও কি ...

 

ঘুম ঘর