পাখি,পাখিবাসা
এসো, সিঁদ কাটো কিংবা
ধাক্কা দাও
দুঃসাহসে, দুঃসাহসি হাতে।
#
আটটি কুঠুরি আর নয়টিই দরজা শুধু নয়
সংখ্যার অতীত খোলা-
বন্ধ দরজার
আজব কুদরতি
এই খাঁচা, প্রতিজন পাখি -
ভিন্ন দ্রাঘিমা, অক্ষ,
বিভিন্ন বিস্ময়।
কার সাড়া পেলে তার
কোন দোর খোলে, আর
কোন ঝরোখাটি
খোলা থেকে বন্ধ চিরতরে -
সুবাতাসে, কুবাতাসে, দখিনায়, ঝড়ে
সে জানেনা নিজে।
অতএব তুমি হে পথিক কিংবা
গো সিঁদেল চোর, তুমি,
টোকা দাও, ধাক্কা দাও, সিঁদ কাটো যদি
জানিনা হে, সে কোন কোঠাটি
তোমার নিমিত্ত খুলবে, বন্ধ হয়ে যাবে...
তবু যদি আমার এই দুর্গ, পরিখা
পরীক্ষার সাধ হয়, তবে
এসো, সিঁদ কাটো কিংবা
ধাক্কা দাও
দুঃসাহসে, দুঃসাহসি হাতে।
---
করিমগঞ্জ, ০৭।০৮ - ০৮।০৮।২১
সপ্তর্ষি বিশ্বাস