প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, August 7, 2021

শরৎ

 শরৎ


--------
নীল রোদ দল বেঁধে এসে
আসর জাঁকিয়ে বসে
শাখায়,পাতাতে।
রোদ দের গালগল্প শুনে
পাতাদল, হরষে বিষাদে, মাথা নাড়ে।
তাদের ছায়াতে
পাশাপাশি দুটি চালাঘর 
কিছুদিন খালি পরে আছে।
নীল রোদ রোজই খোঁজ করে
বাসিন্দারা কোথায় গিয়েছে, ফিরবে কি,
যদি ফেরে, কবে?... 
গাছ পাতা মাথা নাড়ে, বলেঃ
"জানিনা হে".... 
দুপুর পেরিয়ে তাই রোদ 
উড়েযায়
তাদের খবরে।
#
নীল রোদ উড়ে ফিরে গেলে
অন্ধকার, ভিখারিনী বৃদ্ধাটির মতো, 
আসর জাঁকিয়ে বসে
আরশোলা,সাপ,ব্যাঙ,
কেঁচোর দাওয়াতে।
__
সপ্তর্ষি বিশ্বাস 
৩।০৮ -- ৬।০৮।২০২১
করিমগঞ্জ 

ঘুম ঘর