প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 7, 2021

শরৎ

 শরৎ


--------
নীল রোদ দল বেঁধে এসে
আসর জাঁকিয়ে বসে
শাখায়,পাতাতে।
রোদ দের গালগল্প শুনে
পাতাদল, হরষে বিষাদে, মাথা নাড়ে।
তাদের ছায়াতে
পাশাপাশি দুটি চালাঘর 
কিছুদিন খালি পরে আছে।
নীল রোদ রোজই খোঁজ করে
বাসিন্দারা কোথায় গিয়েছে, ফিরবে কি,
যদি ফেরে, কবে?... 
গাছ পাতা মাথা নাড়ে, বলেঃ
"জানিনা হে".... 
দুপুর পেরিয়ে তাই রোদ 
উড়েযায়
তাদের খবরে।
#
নীল রোদ উড়ে ফিরে গেলে
অন্ধকার, ভিখারিনী বৃদ্ধাটির মতো, 
আসর জাঁকিয়ে বসে
আরশোলা,সাপ,ব্যাঙ,
কেঁচোর দাওয়াতে।
__
সপ্তর্ষি বিশ্বাস 
৩।০৮ -- ৬।০৮।২০২১
করিমগঞ্জ 

ঘুম ঘর