প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, September 18, 2021

প্রত্যাখ্যাত প্রতীক্ষার ঘরে

প্রত্যাখ্যাত প্রতীক্ষার ঘরে

 বাতিল ইস্টিশানে

প্রত্যাখ্যাত প্রতীক্ষার ঘরে

একলা যাত্রীটি

বসে থাকে

একটি নির্দিষ্ট ট্রেন

একদিন তাকে

নিয়ে যাবে

ভুলে যাওয়া গন্তব্যের দিকে।

#

মাঝে মধ্যে

আরেকজনও আসে।

পথ তাকে প্রত্যাখ্যান করে

চলে গেছে

নিজ পথান্তরে।

তাই সে বাতিল যাত্রী।

ফিরিয়ে দিয়েছে তাকে

সব গাড়ি, সব ট্রেন,

মানচিত্র,

অক্ষ, দ্রাঘিমা।

#

মধ্যরাতে

ঘুম ছিঁড়ে উঠে

মাঝে মাঝে

এদের কোনজন আমি

বুঝিনা কিছুতে।

 

সপ্তর্ষি বিশ্বাস

১৬/০৯ -- ১৮/০৯/২০২১

বেঙ্গালোর


ঘুম ঘর