প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, September 18, 2021

প্রত্যাখ্যাত প্রতীক্ষার ঘরে

প্রত্যাখ্যাত প্রতীক্ষার ঘরে

 বাতিল ইস্টিশানে

প্রত্যাখ্যাত প্রতীক্ষার ঘরে

একলা যাত্রীটি

বসে থাকে

একটি নির্দিষ্ট ট্রেন

একদিন তাকে

নিয়ে যাবে

ভুলে যাওয়া গন্তব্যের দিকে।

#

মাঝে মধ্যে

আরেকজনও আসে।

পথ তাকে প্রত্যাখ্যান করে

চলে গেছে

নিজ পথান্তরে।

তাই সে বাতিল যাত্রী।

ফিরিয়ে দিয়েছে তাকে

সব গাড়ি, সব ট্রেন,

মানচিত্র,

অক্ষ, দ্রাঘিমা।

#

মধ্যরাতে

ঘুম ছিঁড়ে উঠে

মাঝে মাঝে

এদের কোনজন আমি

বুঝিনা কিছুতে।

 

সপ্তর্ষি বিশ্বাস

১৬/০৯ -- ১৮/০৯/২০২১

বেঙ্গালোর


ঘুম ঘর