প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, January 6, 2022

বনমালী, তুমি

 বনমালী, তুমি

 

'বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা"।

কেউ গায়।

হায়, আজো গায়!

আমার আরেক জন্ম কেটে গেলো, যায়,

রাধা নয়, কেষ্ট হয়েই। কেটে যায়

'নারীর বেদন', বদন, বদনে ক্ষতের চিহ্ন

লিখে, এঁকে এঁকে। কেটে যায়

দেখে

হেঁকে ডেকে যমুনার ঘাটে

কোন রাধিকাকে কারা

কিনলো নিলামে। শ্রীনন্দের

আমরা নন্দন, ফোঁটাধারী

হায়না,শকুন,চিল,শিবা।

#

'মরিব মরিব সখি, নিশ্চয় মরিব'

এই ছাল, বাঘনখ, কতো বয়ে যাবো?

তখন আমার অঙ্গে

"অমেরুদণ্ডী জীব"

লিখে দিয়ো আঙ্গরা-অক্ষরে।

 

 

সপ্তর্ষি বিশ্বাস

০৬/০১/২০২২

বেঙ্গালোর

ঘুম ঘর