প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, January 2, 2022

সুখ-অসুখ কথা

 সুখ-অসুখ কথা

 

সুখের পাজামা-রঙ

একরকম।  একই রকম।

অসুখের পদছাপ

প্রত্যেকটি

উঠোনে আলাদা।

আমাদের অনেক অসুখই

এক। তবু

সুখগুলি

কেন এত

আলাদা আলাদা?

 [দেবাশিসদাকে ]

ঘুম ঘর