প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, February 15, 2022

পলাতক

পলাতক



আবার পথের দিকে চেয়ে থাকা।
আবার পাতার শব্দে
কেঁপে ওঠা কিশোরীর মতো।
কে যেন মুহুর্তে সড়ে গেলো
ছায়া ফেলে ছায়ার আড়ালে।
যত স্বর, যত সুর 
সব যেন তারই। আড়ি
করবো পাকাপাকি
আসুক না ফিরে এইবার। আর
যদি বাহিরই এমন প্রিয় তবে 
থাকুক সে বাইরেই। ফিরে
কাজ নেই। 
ভাবি। 
আগেও ভেবেছি। তবু দরজা
হাটখোলা রেখে
গিয়েছি আশায় ভর করে
ফেরে
যদি ফেরে... 
#
এবারেও তাই হবে। রবে
দরজা হাটখোলা।
মায়া এই জং ধরা
শব্দ ভরসা করে।




[ মিকু কে ]




ঘুম ঘর