প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, February 15, 2022

পলাতক

পলাতক



আবার পথের দিকে চেয়ে থাকা।
আবার পাতার শব্দে
কেঁপে ওঠা কিশোরীর মতো।
কে যেন মুহুর্তে সড়ে গেলো
ছায়া ফেলে ছায়ার আড়ালে।
যত স্বর, যত সুর 
সব যেন তারই। আড়ি
করবো পাকাপাকি
আসুক না ফিরে এইবার। আর
যদি বাহিরই এমন প্রিয় তবে 
থাকুক সে বাইরেই। ফিরে
কাজ নেই। 
ভাবি। 
আগেও ভেবেছি। তবু দরজা
হাটখোলা রেখে
গিয়েছি আশায় ভর করে
ফেরে
যদি ফেরে... 
#
এবারেও তাই হবে। রবে
দরজা হাটখোলা।
মায়া এই জং ধরা
শব্দ ভরসা করে।




[ মিকু কে ]




ঘুম ঘর