প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, February 7, 2022

শনিবার, রবিবার গুলি

 শনিবার, রবিবার গুলি


শনিবার, রবিবার গুলি

ক্যালেন্ডারে না থাকা উচিত। 

শুক্রবার রাত্রি থেকে বিভূতি, টলস্টয়,বাশো, সিমোনো, প্রুস্ত ও হুগো, দক্ষিণারঞ্জন আরো অনেকেরই দিব্য বিভাতে

শনি-রবি

গ্রহান্তরে থাকি। অতঃপর 

সোমবার। ফের কল, ফের ডাটা-সাইন্স, 

এজিওর আর্কিটেক্ট ও জিসিপি আর্কিটেক্টের পার-আওয়ার রেট ও বিলিং 

নিয়ে আলোচনা, তথ্য ভিত্তিক,

 গ্রহান্তর থেকে ফিরে

সহ্য করা আরও দুরূহ। 

এর চেয়ে সবগুলি বারই 

যদি এমনই নিরেট হত, তবে

নিশ্চিত  সহজ হতো

নিজেকে নিরেট করা 


আর কত এন্টি ডিপ্রেসেন্ট 

গিলে তাজা রাখা নিজের মমিকে?

এদিকে রোদের রঙ 

ক্রমশ ধূসর থেকে ফিকে।

এবং নিশ্চিত এও

বিড়ালের ভাগ্যে কভু

ছিঁড়বেনা শিঁকে। 

ঘুম ঘর