প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, October 4, 2022

বদলাপুর

 বদলাপুর

 


 

'কালস্রোতে ভেসে যায়

জীবন যৌবন ধন মান'

এ কথা জানতে তুমি। শা-জাহান,

এই কাহিনী জানো কি

কয়েক বছর আগে বিরাশী পেরোনো যার

দাহ কার্য করা হলো আমাদের মফস্বলি

প্রাচীন শ্মশানে, সে'ই তার আঠারো উনিশে

স্টেজে উঠে 'চলে গেছ তুমি আজ' স্টেনজাটি

ভুলে গিয়েছিল বলে

সেকেন্ড প্রাইজ পেয়েছিল আর

ফার্স্ট প্রাইজ পেয়েছিল ছাত্রী একজন। পরে,

কলেজ ইলেকশনে সেই ছাত্রীটিকে,

যদিও কয়েক ভোটে, তবু

হারিয়ে বদলা নিল, ভাবল ছাত্রটি। তবে

শেষ বদলা, ছাত্রীটি তখন মহিলা,

ভাবল সে, নেওয়া গেল, তখন পুরুষ হয়েওঠা

ছাত্রটিকে বেঁধে ফেলে বিবাহ বন্ধনে।

কিন্তু বদলা-গল্প ফুরালো না এখানে কেননা

পুরুষটি বিরাশী বছরে মহিলাকে একা রেখে

আশি-একাশিতে, চলে গেলো এই গ্রহ ছেড়ে।

'প্রিয়া তারে রাখিল না'। মফস্বল

ছেড়ে দিল পথ।

তাহলে অন্তিম বদলা

কে যে নিলো,হে তাজমহল,

শুভ্র সমুজ্জ্বল, হাসো নাকি দেখে দেখে

এ সকল বদলা-খেলা? হাওয়ার শপথ?

#

শুধুই তথ্যের জন্য এইখানে বলে রাখা হল

এই দুইজন,

এই গ্রহে অধমের পিতা-মাতা হন।

 

ঘুম ঘর