কবিতা সংগ্রহঃমণীন্দ্র গুপ্ত
হাত-ফেরত বই। কবিতার, সামান্য ভূমিকা সহ।
স্থানে স্থানে দাগানো, পেন্সিলে। পূর্বতন পাঠিকা বা
পাঠকের। তা'ও ভালো, পেন্সিলে দাগানো। তাই
ইরেজারে ঘষে দাগগুলি
মোছা যায়। মুছে নিচ্ছি, যদিও দাগানো মানে
ভালবাসা, যদিও দাগানো মানে এই নয়, যেগুলি দাগানো,
সেগুলি ভিন্ন আর সমস্তই বাজে। তবু
মুছে ফেলছি, কেননা দাগানো
আর আঁচড় কামড় দেওয়া —- প্রসিদ্ধ অঞ্চলে শুধু নয়,
অন্যত্রও, এই কবিজন হেন, আমারো অভ্যাস। অতএব
পূর্বতন পাঠিকা,পাঠক,অপরাধ নিয়োনা, কেননা
ভাস্কর এ কবির মতে'ই, অজয় নদীটি পার হয়ে
“শীতরাত্রে কাঁপতে কাঁপতে কোথাও বিচ্ছেদ নেই
একসঙ্গে ঘুম”। একসঙ্গে
কবি, আমি, পাঠিকা ও
তুমি, হে পাঠক।
–---